আসানসোলে আশা কর্মীদের তৃতীয় দিনে কর্মবিরতি রাস্তা অবরোধ, সিএমওএইচ অফিসে ধর্ণা ও বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* গোটা রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে গত তিন দিন ধরে আশা কর্মীরা বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন। শুক্রবার তারা প্রথমে আসানসোলের সেনরেল রোড বা বিবেকানন্দ সরণীর এইচএলজি হাসপাতাল ক্রসিংয়ে রাস্তা অবরোধ করেন। এরপর তারা আসানসোলের কল্যানপুর হাউজিংয়ে পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ অফিসে ধর্ণা অবস্থান করেন। তারা সেখানে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান।














এই প্রসঙ্গে আশা কর্মীরা বলেন, প্রশাসনের কোন স্তর আমাদের দাবি ও সমস্যার কথা শুনছে না। যার ফলে আমরা এই কর্মবিরতি ও রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি।তারা আরো বলেন, আমরা এর আগে বেশ কয়েকবার প্রশাসনের কাছে আমাদের দাবিগুলি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রী ফিরহাদ হাকিমের সাথে দেখা করার চেষ্টা করেছিলাম। কিন্তু তাদের সাথে দেখা করতে পারিনি। তাই, আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছি।এদিকে, এদিন আশা কর্মীদের এই বিক্ষোভের সময়, কর্তব্যরত একজন মহিলা পুলিশ অফিসার অসুস্থ হয়ে পড়েন। এই আশা কর্মীরাই তাকে প্রাথমিক চিকিৎসা করেন।


