আসানসোল ও দুর্গাপুরে ২০৮ কোটি দিয়ে হবে প্রায় ৩৬০ টি রাস্তার কাজঃ জেলাশাসক
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম শুক্রবার আসানসোলে জেলাশাসক কার্যালয়ে রাজ্য সরকারের ” পথশ্রী ” প্রকল্প নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন।তিনি বলেন, এবার রাজ্য সরকার “পথশ্রী” প্রকল্পের চতুর্থ পর্যায় শুরু করেছে। আগে এই প্রকল্পের আওতায় কেবল মাত্র গ্রামীণ এলাকার রাস্তা নির্মাণ বা মেরামত করা হতো। কিন্তু এবার এই প্রকল্পের চতুর্থ সংস্করণ বা পর্যায়ে শহরাঞ্চলের রাস্তাও অন্তর্ভুক্ত করা হয়েছে।














জেলাশাসক বলেন, এই জেলায় গ্রামীণ এলাকার ১৬৫টি রাস্তার কাজ করার কথা ছিল। সবগুলো চিহ্নিত করার পরে, জেলা প্রশাসনের তরফে ১৬০টি রাস্তার কাজ করার প্রস্তাব পাঠানো হয়েছিলো। তার অনুমোদন পাওয়া। প্রস্তাবিত এই রাস্তার দৈর্ঘ্য ১৭৬.৫ কিলোমিটার এবং এর জন্য মোট খরচ হবে ৮৮ কোটি টাকা। যে সমস্ত কাজের জন্য টেন্ডার করা হয়েছে। এর মধ্যে ১০৮টির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। শহরাঞ্চলে, এই কাজটি এমইডি বা মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেট দ্বারা করা হবে। আসানসোল পুরনিগম এলাকায় ২৫০টি কাজ রয়েছে। যার মোট দৈর্ঘ্য প্রায় ২০০ কিলোমিটার। অন্যদিকে, দুর্গাপুর নগর নিগম এলাকায় ১১০টি কাজ রয়েছে। যার মোট দৈর্ঘ্য ৬০ কিলোমিটার। আসানসোল এবং দুর্গাপুর পুর এলাকা মিলিয়ে মোট ব্যয় হবে প্রায় ১২০ কোটি টাকা।
জেলাশাসক আরো বলেন, যে এই সমস্ত কাজের জন্য দরপত্র বা টেন্ডার করা হয়েছে। আসানসোল পুরনিগমে “আমাদের পাড়া আমাদের সমাধান ” সম্পর্কিত বৈঠক সম্পর্কে তিনি জেলাশাসক বলেন, এদিন আসানসোল পুরনিগমে একটি বৈঠক করেছি। আমি সেই বৈঠক আসানসোল পুরনিগমের আধিকারিকদের জানিয়েছি যে রাজ্য সরকার ২৮ কোটি টাকা বরাদ্দ করেছে। “পথশ্রী এবং আমাদের পাড়া ও আমাদের সমাধান ” প্রকল্পে কাজের জন্য টাকার কোন অভাব হবে না।


