বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এবার কুলটি বোরো অফিসে ধর্ণা অবস্থান, ১৪ দিনে পড়লো আশা কর্মীদের কর্মবিরতি
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* টানা ১৪ দিনে পড়লো আসানসোল তথা পশ্চিম বর্ধমান জেলা সহ গোটা রাজ্যে আশা কর্মীদের কর্মবিরতি। বেতন বৃদ্ধি, ঠিক সময়ে বেতন দেওয়া সহ একাধিক দাবিতে গত ২৩ ডিসেম্বর থেকে আসানসোল পুরনিগমের আশা কর্মীরা কাজ বন্ধ করে কর্মবিরতিতে রয়েছেন। নতুন বছরেও তাদের এই আন্দোলন অব্যাহত রয়েছে। ইতিমধ্যেই তারা আসানসোল পুরনিগম, সুকান্ত ময়দান ও পশ্চিম বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমওএইচের অফিসের সামনে বসে আন্দোলন করেছেন।














সোমবার সকালে আশা কর্মীরা আসানসোল পুরনিগমের কুলটি বোরো অফিসের প্রধান ফটকের সামনে অবস্থান বিক্ষোভ করেন। কুলটি পুর এলাকার আশা কর্মী সেখানে উপস্থিত ছিলেন। তারা তাদের দাবির সমর্থনে স্লোগান দেন।
এদিন আন্দোলনকারী আশা কর্মীরা বলেন, রাজ্য সরকার তথা জেলা প্রশাসন আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাহত থাকবে। সব দপ্তরের সামনে এই ধরনের বিক্ষোভ দেখানো হবে।


