রানিগঞ্জে রাস্তায় ইট বোঝাই ট্রাক্টরের এক্সেল ভেঙে বিপত্তি, বড় দূর্ঘটনা থেকে রক্ষা, ব্যাহত যান চলাচল
বেঙ্গল মিরর, রানিগঞ্জ, রাজা বন্দোপাধ্যায়ঃ* রানিগঞ্জ শহরের ব্যস্ততম ও জনবহুল রাস্তায় আসানসোল পুরনিগমের রানিগঞ্জ বোরো অফিস ক্রসিং এলাকা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলো। বুধবার ইট বোঝাই একটি ট্রাক্টর যাওয়ার সময় পেছনের এক্সেল হঠাৎ ভেঙে যায়। এই দূর্ঘটনায় ট্রাক্টরের ইট বোঝাই ডালা রাস্তার মাঝখানে পড়ে যায়। এই দুর্ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট ধরে মূল সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে। গোটা এলাকায় যানজটের সৃষ্টি হয়। এর ফলে রাস্তার দুদিকে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়।এই যানজটের ফলে রানিগঞ্জ শহরে বাস পরিষেবার উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। রাণীগঞ্জের বিভিন্ন রুটে বাস আটকে পড়ে। বাসের যাত্রীরা প্রায় দেড় ঘন্টা ধরে দুর্ভোগের মধ্যে অপেক্ষা করেন। তারা রাস্তা পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন, যাতে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন।














দুর্ঘটনারখবর পেয়ে, রানিগঞ্জ ট্রাফিক গার্ড পুলিশেট একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ভারী ইট বোঝাই ডালাটি সরিয়ে নিয়ে যাওয়া পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ঐ এলাকার স্থানীয় দোকানদার ফিরদৌস আলম অসন্তোষ প্রকাশ করে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আধ ঘন্টারও বেশি সময় কেটে যাওয়ার পরেও, ভাঙা ডালাটি সরানো সম্ভব হয়নি। রানিগঞ্জ পুলিশের ট্রাফিক গার্ডের কাছে একটি আধুনিক মেশিন বা ক্রেন থাকা উচিত। যা এই ধরনের জরুরি পরিস্থিতিতে দ্রুত যানবাহন সরাতে পারে। যাতে যানজট না হয়।
অনেক চেষ্টায় প্রায় ১ ঘন্টা পরে, অন্য একটি ট্র্যাক্টরের সাহায্যে ভাঙা ডালটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। তারপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে ও বাস যাত্রী থেকে সাধারণ পথচারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তবে, এই ঘটনা শহরের ট্র্যাফিক নিরাপত্তা এবং জরুরি সংস্থানের অভাব নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে।


