সীতারামপুরে বিদাইগড়ের ব্রিজ তৈরির কাজের শুভ সূচনা, ব্যয় ২ কোটি টাকা
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সীতারামপুর সুভাষ পাড়া সংলগ্ন রয়েছে বিদাইগড় ব্রিজ। যা বহুদিন থেকে ভগ্ন অবস্থায় ছিল। শ্রাবণ মাসে এই এলাকার এই ব্রিজ দিয়ে বহু সংখ্যায় ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যান আসানসোলের চন্দ্রচূড় মন্দিরে। শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হলে এই ব্রিজ থেকে পার হওয়া খুব একটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তখন স্থানীয়রা বাঁশের একটি অস্থায়ী ব্রিজ তৈরি করেন শিব ভক্তদের জন্য। সেটিও আবার বর্ষার জলে তলিয়ে যায়। তখন বহু কষ্টের সম্মুখীন হয় পূর্ণার্থীদের। যে কারণে বহু বছর ধরে নিয়ামতপুর, সীতারামপুর চিনাকুড়ি সহ একাধিক এলাকার মানুষদের দীর্ঘদিন থেকে দাবি ছিল এই ব্রিজকে সংস্কার করে নতুন ভাবে তৈরি করার।














বহু দিনের সেই দাবি অবশেষে অবসান হতে চলেছে ।এই ভগ্নদশা ব্রিজকে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে আসানসোল পুরনিগম। এরজন্য আসানসোল পুরনিগমের তরফে প্রায় ২ কোটি টাকা ব্যয় করা হবে । বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সেই ব্রিজ সংস্কারের আনুষ্ঠানিক ভাবে কাজের শুভ সূচনা করেন আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়, তৃনমুল কংগ্রেসের কুলটির টাউন ১ র সভাপতি বাদল পুইতান্ডি, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ ইন্দ্রানী মিশ্র, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা।


