বার্নপুরের স্কুলে পড়ুয়াদের উপর বহিরাগতদের হামলা, বিক্ষোভ উত্তেজনা
বেঙ্গল মিরর, বার্নপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* ইস্পাত নগরী বার্নপুরের নিউটাউন এলাকার একটি স্কুলে বহিরাগতদের বিরুদ্ধে পড়ুয়াদের উপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার নিউটাউনের ৮ নম্বর বস্তি এলাকার মহাত্মা গান্ধী হাইস্কুলে অভিভাবকরা বিক্ষোভ শুরু করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবকরা অভিযোগ করেন যে এলাকার কিছু বহিরাগত যুবক স্কুলে ঢুকে বেশ কয়েকজন পড়ুয়াকে মারধর করে । এরফলে একজনের মাথা ফেটে যায়।














অভিভাবকরা বলেন, স্কুলে কোন শৃঙ্খলা নেই। যখন খুশি যে কোনও বহিরাগত যে কোন সময় স্কুলে ঢুকে এই ধরনের কাজ করছে। তবে, এই বিষয়ে স্কুলের অধ্যক্ষ বলেন, কোন হামলা চালানো ও তাতে কারোর জখম হওয়ার খবর সম্ভব আমি অবগত নই। তবে তিনি বলেন, স্কুল প্রাঙ্গণে কোনও গোলমাল হয়নি। জানতে পেরেছি যে ছাত্রদের মধ্যে সামান্য বিবাদের পরে এই ঘটনা ঘটেছে।


