আসানসোলে ” আমাদের পাড়া, আমাদের সমাধান ও পথশ্রী ” প্রকল্পে কাজের উদ্বোধনে মন্ত্রী
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসাসোল উত্তর বিধানসভায় আসানসোল পুরনিগমের ৩, ৪ ও ৫ নং বোরোয় ” আমাদের পাড়া আমাদের সমাধান ও পথশ্রী ” প্রকল্পে একাধিক কাজের উদ্বোধন করলেন বিধায়ক তথা রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। শনিবার সকালে আসাসোলের গোপালপুর এলাকায় হওয়া এক অনুষ্ঠানে ফলক উন্মোচন করে এই কাজের উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী ছাড়াও, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় , ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।














মলয় ঘটক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা “পথশ্রী” প্রকল্পের আওতায়, পশ্চিমবঙ্গের গ্রাম ও শহরে রাস্তা নির্মাণ বা মেরামত করা হচ্ছে। এদিন এখানে ” আমাদের পাড়া আমাদের সমাধান ” প্রকল্পে ১৫০ টি কাজের উদ্বোধন করা হয়েছে। এই কাজে মোট ব্যয় প্রায় ৩৭ কোটি টাকা। এছাড়াও, “পথশ্রী নগর” প্রকল্পের আওতায় আরও নয়টি রাস্তা উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় করা হবে প্রায় ২ কোটি টাকা।মলয় ঘটক বলেন, রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে, প্রায় ১০০টি জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। যার ফলে মানুষ ঘরে বসেই সরকারি পরিষেবা পেতে সক্ষম হয়েছেন।
তিনি আরো বলেন, “আমার পাড়া আমাদের সমাধান ” এমন একটি প্রকল্প যেখানে মানুষ সিদ্ধান্ত নেয় যে তাদের পাড়ায় কি ধরণের উন্নয়নমূলক কাজ প্রয়োজন। সারা দেশে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছেন।জেলাশাসক এস পোন্নাবলম বলেন, পশ্চিম বর্ধমান জেলায় আড়াই হাজারের মতো বুথ আছে। যার মধ্যে হাজারের মতো বুথ আসানসোল পুরনিগম এলাকায়। জেলায় ২৫০ কোটি টাকার কাজ হবে। তার মধ্যে ১২৬ কোটি টাকা রাজ্য সরকার অনুমোদন করেছে। তার ২৬ কোটি টাকার কাজ আসানসোল পুরনিগম এলাকায় হবে।


