কর্মীদের উদ্যোগে পালন করা হলো বিধায়কের জন্মদিন
বেঙ্গল মিরর। সার্থক কুমার দে, পাণ্ডবেশ্বর : শনিবার ছিল তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মদিন । পাণ্ডবেশ্বর বিধানসভার পাণ্ডবেশ্বর ও দুর্গাপুর ফরিদপুর দুটি ব্লকের বিভিন্ন অঞ্চলে তৃণমূল কর্মীদের উদ্যোগে এদিন বিধায়কের জন্মদিন অনুষ্ঠান আয়োজন করা হয় । কেক কাটা মিষ্টি বিতরণের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছিল । দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চল তৃনমূল কংগ্রেসের উদ্যোগে এদিন বিধায়কের জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান । অনুষ্ঠানটি হয় মাধাইপুর গ্রামের ফুটবল মাঠে । সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী নিজে । দলীয় কর্মীদের অনুরোধে সেখানে জন্মদিনের কেক কাটেন তিনি । ছিল প্রায় হাজার মানুষের খাওয়া দাওয়ার আয়োজন ।














স্থানীয় অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন বিধায়কের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে গ্রামের কালী মন্দিরে এদিন সকালে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল । পাশাপাশি তিনি বলেন আশা করি আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে পুনরায় নরেন্দ্রনাথ চক্রবর্তী দলের প্রার্থী হবেন । এবং তিনি গতবারের থেকে আরো বেশি ভোটে এবার জয়লাভ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি ।


