RANIGANJ-JAMURIA

কয়লা শিল্প আবার চাঙ্গা দাবি সিএমডি – র

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : শেষমেষ সঠিক নিশানায় লক্ষ্য ভেদ করলেন ই সি এল এর সিএমডি। মেলার মধ্যে থাকা লক্ষ্যভেদের তীর এক এক করে মেরে শেষমেষ কালো মধ্যমণিতে তীর বিধলেন সিএমডি। তুলে ধরলেন কয়লা শিল্পে অশনি সংকেত আর যে নেই সেই তথ্য, পাশাপাশি কিভাবে কয়লা শিল্প আরো উন্নত হচ্ছে ও কয়লা শিল্পে কয়লার চাহিদা ক্রমশই কিভাবে বেড়ে চলেছে, সেই সকল বিষয়গুলির সাথে কয়লা চুরি রুখে দেওয়ার লক্ষ্যে কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন, তার সকল বিষয় ও একই সাথে সামাজিক কাজকর্মে কিভাবে যুক্ত হয়েছে কয়লা খনি শিল্পের আধিকারিকদের অর্ধাঙ্গিনীরা, সেই তথ্য তুলে ধরে দু দিবসীয় মেলার উদ্বোধন পর্বে কয়লা শিল্পের অগ্রগতির কথা তুলে ধরলেন ইসিএল এর সিএমডি সতীশ ঝাঁ।

শনিবার থেকেই জামুরিয়ার কুনুস্তোড়িয়া এরিয়ার প্রগতি স্টেডিয়ামে বসেছে শতক্ষী মহিলা মণ্ডল,যা ইসিএল অফিসারস ওয়াইভস সোসাইটি দ্বারা পরিচালিত হয় তারই দ্বারা এবার আয়োজন করা হয়েছে স্বয়ং সিদ্ধা, সহযোগী সেবা মেলা। শনিবার যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পর্ব সারেন ইসিএল এর সিএমডি সতীশ ঝাঁ, সঙ্গে উপস্থিত থাকতে দেখা যায় মিসেস সিএমডি কিরণ ঝাঁ, ডাইরেক্টর টেকনিক্যাল নিলাদ্রি রায়, ডাইরেক্টর পার্সোনাল মঞ্জল আলাম, ইসিএল এর কুনুস্তোড়িয়া এরিয়ার জেনারেল ম্যানেজার, অনন্ত ঘোষ সহ ১৩টি এরিয়ার জেনারেল ম্যানেজার এজেন্ট ম্যানেজার সহ বহু বিশিষ্ট জন কে।

এদিন সিএমডি মেলার মুখ্য প্রবেশপথে ফিতে কেটে, মেলার মূল মঞ্চে প্রদীপ প্রজ্জলন করে মেলার উদ্বোধন পর্ব সারেন। সেখানেই তিনি সাংবাদিকদের কলা প্রশ্নের উত্তরে এই মেলার প্রসঙ্গ নিয়ে নিজের মত প্রকাশ করেন একই সাথে অবৈধ কয়লা খনন কেন কিভাবে হয়েছে কিভাবে এখন তার রুখে দেওয়া গেছে সে সকল বিষয়গুলি যেমন তিনি জানান, আর তার সাথেই কয়লা শিল্পের যে চাহিদা বাড়ছে তাপবিদ্যুৎ কেন্দ্র গুলিতে সে সম্পর্কেও তিনি তার তথ্য তুলে ধরেন।

তিনি দাবি করেন ইতিমধ্যে 2025 সালের জানুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত প্রায় 4400 টি অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যে 832 জন লোকের নামে মামলা দায়ের হয়েছে আর সেই সঙ্গেই এই কয়লা পরিবহনের বেশ কিছু বাহন সিজ করা হয়েছে। আর এই সমস্ত প্রক্রিয়া গুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ই সি এল নিরাপত্তা রক্ষীদের সাথে রাজ্য প্রশাসন সচেষ্ট থেকে সহযোগিতা করছে যার ফলে কয়লা চুরির হারও কমেছে অনেকটা। একই সঙ্গে তিনি ই সি এল আধিকারিকদের ক্লিনচিট ও দেন। তার দাবি পূর্বে ই সি এল আধিকারিকেরা কয়লা তস্করের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে এরকম কোন বিষয় লক্ষ্য করা যায় না। সেই সঙ্গেই তিনি এই মেলায় অর্জিত অর্থ সাধারণ মানুষের সহায়তার জন্য কাজে লাগানো হবে বলেই দাবি করেন তার বক্তব্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *