রানীগঞ্জে সম্পন্ন হল চার দিবসীয় মার্শাল আট প্রতিযোগিতা
নিজের থেকে দ্বিগুন ভার উত্তোলন যশের
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ : রানীগঞ্জের ক্যারেটের স্টেডিয়ামে সম্পন্ন হল চার দিবসীয় মার্শাল আট প্রতিযোগিতার আসর একগুচ্ছ প্রতিযোগিতায় ভারতের বিভিন্ন এলাকার বহু নামিদামি প্রতিযোগী অংশ নিল দেহ গঠনের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা গুলিতে। যার মধ্যে প্রথম দিনেই এই প্রতিযোগিতার শুরুতে নয়-ই জানুয়ারি যোগাসন প্রতিযোগিতা সম্পন্ন হয়।














যেখানে শিল্পাঞ্চলের একশো কুড়ি জন প্রতিযোগী ছটি বিভাগে অংশগ্রহণ করে, যার মধ্যে এবার পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয় ১৪ থেকে ১৮ বছর বিভাগের রানীগঞ্জ প্যারাডাইস স্পোর্টিং ক্লাবের ঋদ্ধিমান দাস, সেখানেই আকর্ষক সব যোগাসন একের পর এক যোগাসন প্রদর্শন করে দর্শকদের অবাক করে সেরার সেরা মহিলা প্রতিযোগিনী হন 10 থেকে 14 বছর বালিকা বিভাগের কৃতিকা জৈন।আর তার পরই পরবর্তী দিনে ১০ ও ১২ই জানুয়ারি ক্যারেটে প্রতিযোগিতার আসর বসে, যেখানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় সাড়ে চারশ জন প্রতিযোগী স্ট্রেচিং, বেসিক, কাতা ও কুমিতে তে অংশগ্রহণ করে, প্রায় 28 টি বিভাগে। যার মধ্যে এবার ব্যাপক সংখ্যায় মহিলা প্রতিযোগী ও ছোট প্রতিযোগীরাও অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।
আর এ সকলের মধ্যে নর্থ বেঙ্গল এর প্রতিযোগী ও মহারাষ্ট্রের প্রতিযোগীরা লড়াইয়ের ময়দানে বাজিমাত করে। তবে অবশ্য হেভি ওয়েটের যে চ্যাম্পিয়ন অফ দ্যা চ্যাম্পিয়ন হয়েছেন তিনি ওপেন গ্রুপ বয়েজ বিভাগের কলকাতার প্রতিযোগী প্রীতম চক্রবর্তী এবার ক্যারেটে প্রতিযোগিতায় সেরার সেরা হন তিনি। তবে এসবের সাথে পুরুষ বিভাগের মিডিল ওয়েটের মহারাষ্ট্রের প্রতিযোগী অঙ্কিত টিউ সফলতা পায় এই ক্যারাটে প্রতিযোগিতায়। আর এ সকলের সাথেই মহিলাদের মধ্যে সেরা সেরা হন নো এজ নো ওয়েট লিমিটের বছর ১৫ র প্রতিযোগী, পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের, দুর্গাপুরের বাসিন্দা স্কুল ছাত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, তিনি এবার ক্যারাটে প্রদর্শন করে সেরার সেরা হয়েছেন মহিলাদের মধ্যে। আর এ সকলের সাথেই এই অনুষ্ঠানের চতুর্থ দিনে সবথেকে আকর্ষক প্রতিযোগিতা সম্পন্ন হয় ক্যারাটে স্টেডিয়ামে, যা দেখতে দর্শকদের ভিড় উপচে পড়ে, এর মধ্যে ভারত উত্তোলন প্রতিযোগিতা ও দেহ সৌষ্টাভ প্রতিযোগিতায় সফল হন ৫৯ থেকে ৭৪ কেজি বিভাগের যশ ত্রিবেদী,এই কলেজছাত্র ৭২ কেজি ওজনের এই পড়ুয়া তার থেকে দ্বিগুণ ওজনের ভার উত্তোলন করে, সকলকে আশ্চর্য চকিত করেন, জানা গেছে এই যশ ত্রিবেদী ১৯৫ কেজি ভার উত্তোলন করে টু পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট পান। তবে অবশ্য এর থেকে অল্প একটু কম ওজনের ৫৫ কেজি বিভাগের শুভদীপ মজুমদার অবশ্য ১৮০ কেজি ওজনের ভার উত্তোলন করে ৩.২৭ পয়েন্ট অর্জন করে ট্রংম্যান খেতাব লাভ করে। আর এ সকলের সাথেই 74 থেকে 83 কেজি বিভাগে শুভম রজক সফল হয়। সেখানেই মহিলা ভার উত্তোলন বিভাগে ৫২ কেজি বিভাগের মধ্যে মুনমুন সামন্ত 135 কেজি ভার উত্তোলন করে প্রথম হন, সেখানেই ৭৬ কেজি বিভাগে ১৪৫ কেজি ভার উত্তোলন করে প্রথম স্থান দখল করে দেবিকা গড়াই। আর এ সকলের সাথেই প্রদর্শিত হয় দেহ শোষ্ঠভ প্রতিযোগিতা যেখানে চারটি রাউন্ডে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশগ্রহণ করে দর্শকদের করতালি কুড়িয়ে নেয়। আর এই সমস্ত কর্মকাণ্ডকে সম্পন্ন করেন জাপানের থেকে ফিফ্থ ডান ব্ল্যাক বেল্ট পাওয়ার ভারতের ক্যারাটে প্রতিভার অন্যতম সেনসি মিহির বাগ। সামগ্রিক এই প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের সম্মানিত করে তাদের এই প্রতিভা সম্পর্কে নানান কথা তুলে ধরেন বিশিষ্টজনেরা।


