দুর্গাপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য, সম্পর্কের টানাপোড়েনে মানসিক অবসাদে আত্মহত্যা, দাবি
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* সম্পর্কের টানাপোড়েন থেকে মানসিক অবসাদ। তারপরই বাড়ির বাথরুম থেকে উদ্ধার হলো এক যুবকের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত দেহ। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের ২/১৯ নর্থ এ্যাভিনিউতে। মৃত যুবকের নাম শ্রেয় শর্মা (২৫)। বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।














যুবকের পরিবারের তরফে তার দিদি পুজা শর্মার অভিযোগ, কোকওভেন থানার দুর্গাপুরের রায়ডাঙ্গা নিবাসী এক সঙ্গে সাত/আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিলো শ্রেয় শর্মার । ইদানিং বেশ কিছুদিন ধরেই ফোনে যুবতীর সঙ্গে কথা বলার সময় বিচলিত ভাব লক্ষ্য করতাম ভাইয়ের মধ্যে। প্রায়শই তাদের ঝগড়াঝাঁটি হতো । ইতিমধ্যে যুবকের বাড়ির থেকে বিয়ের প্রস্তাব দিলে তা নাকচ করে যুবতীর পরিবার। যুবতীর মা জানায় এখনো তার মেয়ের ডিভোর্স হয়নি। ডিভোর্সের পরে কথাবার্তা হবে। এই শোনার পর থেকে যুবক মানসিক অবসাদে ভুগছিলো সে।
বুধবার ভোর পাঁচটা নাগাদ যুবকের বাবা ও মা বাথরুমে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাকে নামিয়ে তারা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, ঐ যুবকের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিলো। সেই সম্পর্কে টানাপোড়েনের কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ঐ যুবক। যে কারণে ঐ যুবক গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।


