আসানসোল পুরনিগমের ৪৪ নং ওয়ার্ডে বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোল পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের শ্রীরাম ধর্মশালা প্রাঙ্গণে বিজেপি মণ্ডল–২ র উদ্যোগে দলের নতুন একটি কার্যালয় হলো। এই কার্যালয়ের উদ্বোধন করেন বিজেপি নেতা সমাজসেবী কৃষ্ণা প্রসাদ।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ চৌধুরী, মদন মোহন চৌবে, অভয় বার্ণওয়াল, সুরেন কেডিয়া, রেখা শর্মা, সুজিত ঠাকুর, আশীষ বার্ণওয়াল সহ অন্যান্য বিজেপির নেতা প কর্মীরা।বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে শতাধিক দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করা হয়।














কৃষ্ণা প্রসাদ বলেন, স্থানীয় মানুষের সেবার উদ্দেশ্যেই এই কার্যালয় খোলা হয়েছে। বিজেপির লক্ষ্য সমাজের দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের পাশে দাঁড়ানো এবং তাদের কাছে সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।তিনি আরো বলেন, এই কার্যালয় চালু হওয়ার ফলে এলাকার মানুষ তাদের সমস্যা সহজে জানাতে পারবেন এবং সেগুলির সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

