ASANSOL

আসানসোলে জেলাশাসক কার্যালয়ে অবস্থান বিক্ষোভ বিজেপির

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* এসআইআর প্রক্রিয়ায় শুনানি পর্ব চলাকালীন ফর্ম ৭ না নেওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ করলো  বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা। বিজেপির জেলা নেতৃত্বর অভিযোগ, অবৈধ বা ভোটার তালিকায় নাম থাকা অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় ফর্ম ৭ গ্রহণ করা হচ্ছে না।


এই প্রসঙ্গে বিজেপির রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় ও কৃষ্ণ প্রসাদ বলেন , গত কয়েকদিন ধরে আমরা দলের তরফে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ জমা দিতে চাইছি। কিন্তু তা গ্রহণ করা হচ্ছে না। নির্বাচন কমিশনের কথা মতো এই ফর্ম ইআরও, এইআরও বা বিএলওর নেওয়ার কথা। কিন্তু তারা কেউ এই ফর্ম জমা নিচ্ছে না। স্পষ্ট করেও জেলা প্রশাসনের তরফে কিছু বলা হচ্ছে না। আমরা চাই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে কাজ করুক জেলা প্রশাসন। তার অভিযোগ , অযোগ্য ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম ৭ ব্যবহার করা। কিন্তু তৃণমূল কংগ্রেস চায় এই অযোগ্য ভোটারদের তালিকায় রাখতে। তাই জেলা প্রশাসন এই ফর্ম ৭ গ্রহণ করছে না। যে কারণে এদিন আমরা জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভ করতে এসেছি। আমাদের কাছে অযোগ্য ভোটারদের তালিকা সহ ফর্ম ৭ আছে। তা আমরা সাথে নিয়ে এসেছি। জেলাশাসকের অফিস থেকে আমরা জানতে চাই যে এই ফর্মগুলি গ্রহণ করা হবে কিনা। যদি তা না করা হয়, তাহলে আমরা আরো বড় প্রতিবাদ কর্মসূচি শুরু করবো।


এদিকে, জেলা বিজেপি সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন, নির্বাচন কমিশন সাধারণ নাগরিকদের অধিকার দিয়েছে যে, যদি তারা তাদের এলাকায় কোনও ভুয়ো ভোটার দেখতে পান, তাহলে তারা নির্বাচন কমিশনে ৭ নম্বর ফর্ম পূরণ করে অভিযোগ দায়ের করতে পারেন। তবে দেখা যাচ্ছে যে, যখন বিজেপি কর্মী এবং সাধারণ মানুষ ফর্ম ৭ পূরণ করে ইআরও, এইআরও বা বিএলওর কাছে নিয়ে যাচ্ছেন, তখন তা গ্রহণ করা হচ্ছে না। এর থেকে স্পষ্ট বোঝা যায় যে এই প্রক্রিয়ার সাথে জড়িত ব্যক্তিরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছেন না বরং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করছেন। যা বিজেপি কোনভাবেই মেনে নেবে না। তিনি বলেন, এদিন  আমরা এই অভিযোগ নিয়ে জেলাশাসকের কার্যালয়ে এসেছি। আমরা স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করার জন্য এইভাবেই প্রতিবাদ চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *