আসানসোলে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক্টরের সাথে সংঘর্ষে অটো চালকের মৃত্যু
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো আসানসোল শহরে। রবিবার ভোরে আসানসোল দক্ষিণ থানা এলাকার কুমারপুরে এই ঘটনাটি ঘটে। ট্রাক্টরের সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে মৃত্যু হলো অটো চালকের। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত অটো চালকের নাম মহঃ ইব্রাহিম ওরফে টিঙ্কু (৩০)। তিনি আসানসোলের কুমারপুর এলাকার বাসিন্দা।














পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ একটি ট্রাক্টর আসানসোল থেকে কুলটি থানার নিয়ামতপুরের দিকে যাচ্ছিলো। দ্রুতগতিতে যাওয়া ঐ ট্রাক্টরের চালক কুমারপুরে জিটি রোডে একটি স্পিড ব্রেকারের কাছে হঠাৎ ব্রেক কষে। সেই সময় পেছন থেকে আসা একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ঐ ট্রাক্টরটির পেছনে সজোরে ধাক্কা মারে। ট্রাক্টরটির কিছু না হলেও, অটোটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। অটো চালক মহঃ ইব্রাহিম ওরফে টিঙ্কু ঘটনাস্থলেই মারা যান।
আসানসোলের কুমারপুর এলাকার বাসিন্দা ইব্রাহিম ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনকারী। তার আকস্মিক মৃত্যুতে পরিবারের সদস্য ও পরিজনরা শোকে ভেঙে পড়েন। দূর্ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ট্রাক্টরটিকে পুলিশ আটক করা পাশাপাশি ময়নাতদন্তের জন্য অটো চালকের মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।পরে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শঙ্কর চক্রবর্তী শোকাহত পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানান। তিনি অটো চালকের পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।পুলিশ জানায়, দ্রুত গতিতে যাওয়া ট্রাক্টরের চালক স্পিড ব্রেকারে হঠাৎ করে ব্রেক কষায় পেছনে থেকে আসা অটোরিক্সার চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তাতে অটোরিক্সাটি ট্রাক্টরের পেছনে ধাক্কা মারে। এই ঘটনায় অটো চালকের মৃত্যু হয়েছে। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে







