আসানসোল সংস্কৃতি উৎসব ও ফিল্ম ফেস্টিভ্যাল “২৬ শে শুরু “
আয়োজনে ” কালচারাল এ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল ”
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আসানসোলের রবীন্দ্র ভবনে আগামী ২৬ জানুয়ারি থেকে কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল আয়োজন করতে চলেছে ” আসানসোল সংস্কৃতি উৎসব ও ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ “। এই আয়োজন নিয়ে মঙ্গলবার দুপুরে আসানসোল কফি হাউসে ফোরামের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। সেই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তথা আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং শিল্পাঞ্চলের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এই প্রসঙ্গে জিতেন্দ্র তেওয়ারি বলেন, আসানসোল চলচ্চিত্র উৎসব গত বছর অনুষ্ঠিত হয়েছিল। এই বছর, “আসানসোল সংস্কৃতি উৎসব অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬” তার ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হতে চলেছে। এই উৎসব আগামী ২৬ জানুয়ারি থেকে শুরু হয়ে ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে। এঝ উৎসবে বাংলা, হিন্দি এবং উর্দু সিনেমা প্রদর্শিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।














তিনি আরো বলেন, বেশ কয়েকজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানটি এই বছরও করার জন্য অনুরোধ করেছিলেন। যে কারণে এটি আবার করা হচ্ছে। উৎসব ও ফিল্ম ফেস্টিভ্যাল দেখার জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরো বলেন, এবার অনুষ্ঠান স্থলে শৈলজানন্দ মুখোপাধ্যায় নামাঙ্কিত একটি সেলফি পয়েন্ট করা হবে। ২৬ জানুয়ারি বাংলা সিনেমা “সোনার কেল্লা” দিয়ে এই চলচ্চিত্র উৎসব শুরু হবে এবং ২৯ জানুয়ারি প্রদর্শিত শেষ ছবি “শোলে”। তার কারণ এ বছর “শোলে” ৫০ বছর পূর্ণ করছে। তার সঙ্গে বেশ কিছু বিখ্যাত বাংলা, হিন্দি এবং উর্দু ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে থাকবে “পড়োসন নিকাহ”, উত্তম কুমারের বিখ্যাত বাংলা ছবি “সাড়ে ৭৪” এবং আরও অনেক ছবি।
তিনি বলেন, এ বছর উত্তম কুমার এবং সন্তোষ দত্ত তাদের জীবনের ১০০ বছর পূর্ণ করছেন। তাই তাদের স্মরণে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে এবং সুকান্ত ভট্টাচার্য এবং ভূপেন হাজারিকার স্মরণে অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বছর সুকান্ত ভট্টাচার্যের ১০০ বছর এবং ভূপেন হাজারিকার ১০১ বছর পূর্ণ হচ্ছে। তিনি বলেন, আসানসোল ছাড়াও জামুরিয়া, রানিগঞ্জ, কুলটি, পাণ্ডবেশ্বর এবং বারাবনি এলাকার বুদ্ধিজীবীরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন।







