আসানসোলে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মিছিল
ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ* আসানসোল মহকুমাশাসক বা এসডিও (সদর) অফিসের সামনে সোমবার ফর্ম ৭ জমা দেওয়া নিয়ে ব্যাপক গন্ডগোল হয়। সংঘর্ষে জড়িয়ে পড়েন তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী ও সমর্থকেরা। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে তৃণমূল কংগ্রেস আসানসোল শহরে একটি বিক্ষোভ মিছিল কর। জিটি রোডের চেলিডাঙ্গা থেকে শুরু হওয়া সেই মিছিল বিএনআর মোড় হয়ে আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়েছিলো।














এই মিছিলে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, আসানসোল দক্ষিণ ব্লক ( টাউন) সভাপতি পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপু সহ অন্যান্য তৃণমূল নেতা ও সমর্থকরা উপস্থিত ছিলেন।এই প্রসঙ্গে গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় বিজেপিকে সতর্ক করে বলেন, সোমবার ফর্ম ৭ জমা দেওয়ার ব্যাপারে বিজেপি যা করেছে তা অসহনীয়। তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য তারা হাজার হাজার ফর্ম ৭ এনেছিল। তৃণমূল কংগ্রেস তাদের প্রচেষ্টায় বাধা দিলে, বিজেপি সদস্যরা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ করে।
তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরা শান্ত ছিলেন। তবে, যদি বিজেপি বারবার তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় ও আক্রমণ করে, তাহলে বিজেপিকে তার ফল ভোগ করতে হবে।এদিন মিছিল শেষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসানসোলের মহকুমাশাসককে (সদর) একটি স্মারক লিপি দেওয়া হয়েছে।







