জাতীয় সড়কে কয়লা বোঝাই চলন্ত ডাম্পারে আগুন
বেঙ্গল মিরর, দুর্গাপুর, রাজা বন্দোপাধ্যায়ঃ* কয়লা বোঝাই চলন্ত ডাম্পারে আগুন। মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ দুর্গাপুরের ইন্দ্র আমেরিকান মোড় সংলগ্ন ১৯ নং জাতীয় সড়কে কয়লা বোঝাই চলন্ত ঐ ডাম্পারে হঠাৎই এই আগুন লাগার ঘটনা ঘটে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় একটি দমকলের ইঞ্জিন ও নিউটাউন থানার পুলিশ। দমকল কর্মীদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।














জানা গেছে, এদিন সকালে কয়লা বোঝাই এই ডাম্পারটি দুর্গাপুর থেকে কয়লা নিয়ে রানিগঞ্জের দিকে যাচ্ছিল। সেই সময় ইন্দ্র আমেরিকান মোড়ের কাছে ১৯ নং জাতীয় সড়কে আচমকাই চলন্ত ডাম্পারের কেবিনে আগুন লেগে যায়। সঙ্গে চালক ও খালাসি কেবিন থেকে নেমে যাওয়ায় তারা কোনক্রমে প্রাণে রক্ষা পান।প্রাথমিক তদন্তের পরে পুলিশ ও দমকল সূত্রে জানা গেছে, শর্ট সার্কিট থেকেই কোনভাবে ঐ ডাম্পারে আগুন লাগে। পুলিশ জানায়, এই ঘটনায় হতাহতের খবর নেই।







