কুলটিতে বিরাট হিন্দু সম্মেলন কার্তিক মহারাজ, বিপন্ন ধর্ম ও জাতি, একজোট হওয়ার আহ্বান
বেঙ্গল মিরর, কুলটি, রাজা বন্দোপাধ্যায়ঃ* পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরের ইস্কো রোড সাহেব বাংলা মাঠে বুধবার দুপুরে এক বিরাট হিন্দু সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ। অতিথি হিন্দু জাগরনের সুমন কুমার জী সহ অনেকে উপস্থিত ছিলেন এদিনের সম্মেলনে। এই আয়োজন করে কুলটি সনাতন জাগরণ সম্মেলন সমিতিসম্মেলনে প্রধান বক্তা এবং বিশিষ্ট অতিথি বক্তব্য রাখতে গিয়ে মূলতঃ হিন্দুদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন।














প্রসঙ্গতঃ, এই সম্মেলন করতে উদ্যোক্তাদের তরফে নিয়ম মেনে কুলটি থানার পুলিশের কাছে আবেদন করা হয়েছিলো। কিন্তু মাঠের অনুমতি থাকা সত্বেও পুলিশ অনুমতি দেয়নি। এরপর উদ্যোক্তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। শেষ পর্যন্ত হাইকোর্টের বিচারপতি সম্মেলন করার জন্য অনুমতি ও পুলিশকে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দেন। সেইমতো, এদিন কুলটিতে এই সম্মেলন হয়। সম্মেলনে বক্তব্য রাখার পরে কার্তিক মহারাজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বলেন, এখন বাংলায় হিন্দুদের কিছু করতে গেলে পুলিশের অনুমতি পাওয়া যায় না। আদালত থেকে অনুমতি নিতে হয়।
বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয়না। সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয়। অথচ মসজিদ তৈরি করতে কোনকিছু লাগেনা। একটা জাতি যা খুশি করছে। সেখানে খবর করতে গিয়ে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান তার পরিপ্রেক্ষিতে কেমন মন্তব্য করছেন। তিনি আরো বলেন, হিন্দু ধর্ম বিপন্ন। হিন্দু জাতি বিপন্ন। তাই সবাইকে একজোট হতে হবে।







