DURGAPUR

দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযানে বাধার মুখে পড়ে পিছু হটল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দুর্গাপুর : অবৈধ নির্মাণে উচ্ছেদ অভিযানে এসে এলাকাবাসীর বাঁধার মুখে পড়ে পিছু হটল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ। দুর্গাপুরের এক নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি এলাকায় বুধবার দুপুর বারোটা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার জমির উপর অবৈধ নির্মাণে উচ্ছেদ অভিযান করতে আসে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। জেসিবির মাধ্যমে দোকান ভাঙতে গেলে এলাকাবাসীরা জেসিবির তলায় শুয়ে পড়ে। এলাকাবাসীর বাঁধার মুখে পড়ে পিছু হাটে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।

Leave a Reply