রেলস্টেশনেই আটকে দেওয়া হল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সদস্যদের, বিক্ষোভ
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী : দাবি হাতে রয়েছে বৈধ টিকিট রাজ্যের স্বাস্থ্য দপ্তরে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল স্বাস্থ্য দপ্তর থেকে । সেই মতো ৮ দফা দাবি নিয়ে গ্রাম ও শহরের আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান চালানোর সময়ই রেলস্টেশনেই আটকে দেওয়া হল পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের অসংখ্য সদস্যদের। অভিযোগ তাদের রাজ্য নেত্রী কেকা পাল কে পুলিশ দুর্গাপুর রেল স্টেশনে আটকানোর পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সেখানেই অন্য সকল আশা কর্মীদের মধ্যে বেশ কিছু জন বৈধ টিকিট নিয়ে গেলেও তাদেরকে রুখে দেওয়া হচ্ছে স্টেশনের সামনেই।














বিক্ষোভকারীদের দাবি পুলিশ প্রশাসন তাদের আটকে দিয়ে রুখে দিতে চাইছে তাদের বৈধ দাবি-দাওয়া আদায়ের কর্মসূচি তাদের অধিকার আদায় থেকে বঞ্চিত করতে চাইছে তারা। বেশ কয়েকজন আশা কর্মী এদিন তাদের বক্তব্যের দাবি করেছেন যে পুলিশ প্রশাসন তাদের সামনে জানিয়েছেন যে এটি রাজ্য সরকারের দপ্তর থেকেই রুখে দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে সে মতই তারা তাদের দায়িত্ব পালন করছেন। তাই বুধবার সকালেই রানীগঞ্জের ঐতিহাসিক রেল স্টেশনে আটকে রইল আশায় থাকা আশা কর্মীরা।







