আসানসোলে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের মহড়া
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* আগামী ২৬ জানুয়ারি গোটা দেশ জুড়ে ৭৭ তম রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের ঐদিনটি ঐতিহ্য মেনে পালন করা হবে। আগামী ২৬ জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হবে। বৃহস্পতিবার দুপুর পোলো গ্রাউন্ডে সেই অনুষ্ঠানের মহড়া বা রিহার্সাল হয়।














এদিন সেই মহড়ায় আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান হাইস্কুল সহ চারটি স্কুলের পড়ুয়ারা অংশ নেন। প্রসঙ্গতঃ, এবারে আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যান হাইস্কুলের সপ্তম শ্রেণীর পড়ুয়া পৌষালি ধীবর এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ। পৌষালি মালোশিয়ায় অনুষ্ঠিত হওয়া যোগাসন প্রতিযোগিতায় ভারতের চ্যাম্পিয়ান হয়ে স্বর্ণপদক পায়।







