পশ্চিম বর্ধমান দিয়ে বাংলা সফর শুরু বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতির
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ* বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন পশ্চিম বর্ধমান জেলা দিয়েই তার বাংলা সফর শুরু করতে চলেছেন। বিজেপি সূত্রে জানা গেছে, আগামী ২৭ জানুয়ারি বিকেল ৪টা ৪৫ মিনিট নাগাদ তিনি অন্ডাল বিমানবন্দরে পৌঁছবেন।পশ্চিম বর্ধমান জেলা দিয়ে বাংলা সফর শুরু করা বিজেপির সর্বভারতীয় সভাপতি অন্ডাল বিমানবন্দর থেকে তিনি সরাসরি দুর্গাপুরে যাবেন। দুর্গাপুরের চিত্রালয় মাঠে অনুষ্ঠিত ” কমল মেলা” র উদ্বোধন করার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় অংশ নেবেন নিতিন নবীন।














ঐদিন রাতে তিনি দুর্গাপুরে থাকবেন।এর পরের দিন ২৮ জানুয়ারি দুপুর ১টা নাগাদ তিনি রানিগঞ্জে আসবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সেখানে সভা করার পাশাপাশি সমস্ত কর্মসূচি শেষ করে সেদিনই অন্ডাল বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশে রওনা দেবেন।বিজেপির সর্বভারতীয় সভাপতির এই সফরকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে বিজেপির কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন সময়ে রাজ্য রাজনীতিতে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তার কারণ, এই পশ্চিম বর্ধমান জেলায় তিনটি বিধানসভা বিজেপির দখলে রয়েছে।


