আসানসোলে জেলাশাসক কার্যালয়ে ” বাংলার বাড়ি ” প্রকল্পের অনুষ্ঠান
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ আসানসোলের কল্যানপুরে বুধবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলাশাসক কার্যালয়ে “বাংলার বাড়ি” প্রকল্প নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলম, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলা পরিষদের মেন্টর ভি. শিবদাসন ওরফে দাসু, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য ছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।এদিন সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় ঘর তৈরির জন্য ২০ লক্ষ মানুষকে তহবিল বরাদ্দ করার কথা ঘোষণা করেন। সেই অনুষ্ঠান এদিন ভার্চুয়াল আসানসোলে জেলাশাসক কার্যালয়ে দেখানোর ব্যবস্থা করা হয়েছিলো।














সেই অনুষ্ঠানে উপভোক্তাদের হাতে টাকা বরাদ্দের নথি তুলে দেওয়া হয়।এই বিষয়ে জেলাশাসক ও জেলা পরিষদের সভাধিপতি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বাংলার বাড়ি প্রকল্পের আওতায় সিঙ্গুরে ২০ লক্ষ মানুষকে ঘর তৈরির জন্য তহবিল বরাদ্দ করার কথা ঘোষণা করেন। সেই টাকা এদিনই তাদের অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হবে। তারা আরো বলেন , রাজ্য সরকার ২০২৫ সালে ১২ লক্ষ এবং ২০২৬ সালের শুরুতে আরও ২০ লক্ষ , অর্থাৎ ৩২ লক্ষ মানুষের জন্য ঘর তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে।


