DURGAPUR

দুর্গাপুরে রহস্যময় ভাবে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা গেল তারই ঘরে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, দূর্গাপুর 🙁 Durgapur News ) রহস্যময় ভাবে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখা গেল তারই শোয়ার ঘরে।বছর চল্লিশের ওই ব্যক্তির দেহ উদ্ধার করল দুর্গাপুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর থানার সেকেন্ডারি এলাকায়। মৃত ওই ব্যক্তির সুনীল জানা তার মায়ের সাথে ওই বাড়িতে থাকতেন, সোমবার সকালে তার মা নিজের আত্মীয় পরিজন ও তার বড় ছেলেকে জানায় তার ভাই সুনীল জানা হঠাৎ ফুলতে শুরু করেছে.

এই বিষয়টি লক্ষ্য করে তারা দেখেন সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে ওই ব্যক্তি। এ বিষয় জানার পর এলাকার বাসিন্দারা দূর্গাপুর থানায় খবর দিলে, দুর্গাপুর থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে দেহ। কি কারণে ওই ব্যক্তির মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে সকলে। পুলিশ রহস্যময় এই দেহটিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

Leave a Reply