ADPC: ১০৪ জন SI-কে রদবদল, সৌমেন ব্যানার্জী হলেন হিরাপুর থানার ওসি
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত: বিধানসভা নির্বাচনের আগে, পুলিশ বিভাগে রদবদল চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ১০০ জনেরও বেশি সাব-ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি করেছে। গতকাল জারি করা নির্দেশে কিছু পরিবর্তন করা হয়েছে। এখন, হিরাপুর থানার ওসি সৌমেন ব্যানার্জীকে করা হয়েছে। নাসরিন সুলতানাকে বল্লভপুরের ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে ৮ জন এসিপিদের ডিপার্টমেন্ট ও রদবদল করা হয়েছে।


















