লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু
বেঙ্গল মিরর, বর্ধমান : বর্ধমানে লরির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে মৃত চার। পূর্ব বর্ধমানের গঞ্জ এলাকার ঘটনা। বুধবার দুপুরে বর্ধমান- কালনা রোডের উপর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, একটি টোটোতে করে চার ব্যক্তি গঞ্জর দিক থেকে বর্ধমানের দিকে আসছিলেন অপর দিকে বর্ধমানের দিক থেকে একটি লরি কালনার দিকে যাচ্ছিল। গঞ্জ এলাকায় একটি ডিভাইডারের সামনে টোটোটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকসহ চার টোটো সওয়ারের। দুমরে মুচরে যায় টোটোটি। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে বেশ খানিকক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায় বর্ধমান – কালনা রোডে। শক্তিগর থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাস্থল থেকে মৃতদেহ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।মৃতদের নাম গনেশ পাল(অভিজিৎ পাল), ভৈরব দাস, সোনা,আর একজনের নাম পরিচয় এখনও জানা যায়নি তবে এদের বাড়ি সবারি কালনাগেট খা পুকুর বলে সূত্র মারফৎ জানা যায়। Asansol-Durgapur Police এর পক্ষ থেকে দুর্গাপূজা
Read More