আসানসোলে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস্ কাউন্সিলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান

বেঙ্গল মিরর, আসানসোল, ১৯ ডিসেম্বরঃ সমাজসেবী বরুণ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবস উপলক্ষে বৃহস্পতিবার আসানসোলের স্টেশন  রোডের  ১৩ নং মোড়ে  অল ইন্ডিয়া  হিউম্যান  রাইটস্ কাউন্সিলের উদ্যোগে শীতবস্ত্র  বিতরণের এক  অনুষ্ঠানের আয়োজন  করা  হয় । প্রায়  ৩০০ জন গরীব  মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় । উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বুম্বা মুখোপাধ্যায়, মহুয়া মুখোপাধ্যায়, তৃপ্তি চট্টোপাধ্যায়, সম্রাট সিনহা সহ অনেকই।  
প্রসঙ্গত উল্লেখ্য, এই মানবাধিকার সংগঠনটি গত এক বছরের বেশি সময় ধরে  প্রতিদিন রাতে আসানসোল স্টেশন চত্বরে থাকা মানুষদের মধ্যে খাবার দেওয়ার কাজ করে  আসছে।

riju advt