বেআইনি কয়লা পাচারের বিরুদ্ধে এরিয়া ওফিস ঘেরাও
বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, আসানসোল: সালানপুর ইসীএল, সীআইএসএফ ও দলদাস পুলিশের যোগসাজশে চলতে থাকা কয়লা পাচারের রমরমা বিরুদ্ধে এবং গৌরাংডী বেগুনিয়া সহ বারাবনি এলাকায় চলতে থাকা ECL এর খনি গুলিতে স্থানীয়দের নিয়োগ, ব্লাস্টিং বন্ধ তথা পুনর্বাসন সহ সাত দফা দাবির ভিত্তিতে আজ লালগজ্ঞ এরিয়া ওফিস ঘেরাও করা হলো উপস্থিত ছিলেন আসানসোল জেলার লড়াকু নেতা দক্ষ সংগঠক তথা আসানসোল দূর্গাপুর লোকসভা জয়ের কাণ্ডারী শ্রী লক্ষন ঘড়ুই মহাশয়, জেলার সাধারণ সম্পাদক, শ্রী দিলীপ দে শ্রী শিবরাম বর্মণ, শ্রী শ্রীদীপ চক্রবর্তী মণ্ডল সভাপতি শ্রী সাধন রাউত সহ জেলা ও মণ্ডলের লড়াকু কার্যকর্তা বৃন্দ ।



এই অবরোধ থেকে আওয়াজ ওঠে অবিলম্বে দাবি না মানলে পরের মিছিল হবে আরও বড়ো ।