পশ্চিম বর্ধমান জেলা : আসানসোল জেলা হাসপাতালে পরীক্ষা ১৭৬ জনের
বেঙ্গল মিরর, আসানসোল, ২৫ মার্চঃ আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগের হেল্প ডেস্কে শারীরিক পরীক্ষার আর্জি নিয়ে অনেকেই আসছেন। মঙ্গলবার রাত বারোটা থেকে বুধবার সন্ধ্যা ছটা পর্যন্ত ১৭৬ জন পরীক্ষার জন্য এই হেল্প ডেস্কে আসেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কারোরই শরীরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাদেরকে হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ড ও কোয়ারান্টাইনে কাউকে ভর্তি করা হয়নি।
অন্যদিকে, এদিন সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক তথা আসানসোল পুরনিগমের পুরকমিশনার খুরশিদ আলি কাদরি বলেন, জেলা প্রশাসন গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। ৫৩৮ জন এখানো পর্যন্ত এই জেলায় হোম কোয়ারান্টাইনে আছেন। তাদের মনিটারিং করা হচ্ছে। জেলার ছয়টি জায়গায় ৬০০ বেডের কোয়ারান্টাইন করা হয়েছে। আরো কিছু খোলার চেষ্টা করা হচ্ছে। ২৪×৭ জেলা প্রশাসনের তরফে কন্ট্রোল রুম খোলা হয়েছে। তিনি আরো বলেন, স্থানীয়ভাবে মাস্ক ও স্যানিটাইজার তৈরী করা হচ্ছে।