লকডাউনে আসানসোল জেলা হাসপাতালে মানবিকতার ছবি; স্থানীয় যুবকদের উদ্যোগে রোগীদের পরিজনেদের জন্যে করা হলো খাবারের ব্যবস্থা
২১ দিনের করোনা ভাইরাস সংক্রমণ বন্ধ করতে দেশব্যাপী লকডাউনের জেরে জরুরী ছাড়া সাধারন সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ । এর সঙ্গে বন্ধ রয়েছে হোটেল, রেস্টুরেন্ট । এই দুঃসময়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনেরা পড়েছেন মহা সমস্যায় ।
লকডাউন কপরিস্থিতিতে খাবারের জন্য ভীষণ সমস্যাই পড়েছিলেন চিকিৎসা করাতে আসা পেশেন্ট পার্টিরা । তাদের এই কঠিন পরিস্থিতে সাহায্য করতে এগিয়ে এলেন জেলা হাসপাতাল সংলগ্ন স্থানীয় কিছু যুবক। রবিবার থেকে দূরদূরান্ত থেকে আসা এই রোগীদের পরিবার বা পরিজনেদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।সামাজিক দুরত্ব বজায় রেখে এক এক করে রান্না করা খাবার তুলে দেওয়া হয় বাইরে থেকে চিকিৎসা করাতে আসা রোগীদের বাড়ির লোকেদের হাতে।
এতে যে শুধু রোগীর পরিজনেরা উপকৃত হচ্ছে তা নয় এতে উপকৃত হচ্ছে অনেক গরীব মানুষ এবং হাসপাতাল চত্বরে থাকা ভবঘুরের দল।”