ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

তৃনমুল কার্য়ালয়ে ভাঙচুর

তৃনমুল কার্য়ালয়ে ভাঙচুর

বেঙ্গল মিরর, বারাবনি, মনোজ শর্মা ঃবারাবনি ব্লকের পূচ়ড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মদনপুর তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চালালো কয়েক জন দুষ্কৃতী । কারণ হচ্ছে কয়েকদিন আগে বারাবনি ব্লক মেশিন আর যুব প্রেসিডেন্ট কে সম্বর্ধনা দেয়া হয়েছিল এবং এতে গ্রামের প্রচুর মানুষ এখানে উপস্থিত হয়েয ওই দুজনকে সম্বর্ধনা প্রদান করা হয়েছিল এবং তারই ভিত্তিতে অপজিশন গ্রুপ আজকে তারা এসে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং জানে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়। ঘটনার পরে বারাবনি থানাকে খবর দেয় পরে বারাবনি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাতে আরো অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যে পার্টি অফিসে ঘটনাটি ঘটেছে মদনপুর বান্দা পুকুর পার্টি অফিস। জানা জাছে তৃনমুলের গোষ্ঠী দ্বন্দ জেরে এই ঘটনা।

Leave a Reply