করোনা ভাইরাসের মোকাবিলার লড়াইয়ে স্বামীর পাশে পান্ডবেশ্বরের বিধায়ক পত্নী
বেঙ্গল মিরর, আসানসোলঃ করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় রাস্তায় নেমে লড়াই চালাচ্ছেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এবার বিধায়কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেই লড়াইয়ে সামিল হলেন বিধায়ক পত্নী চৈতালি তেওয়ারি।
পান্ডবেশ্বর বিধানসভা এলাকা স্যানিটাইজেশন করার জন্য চৈতালী দেবী সোমবার বিধায়কের ৫১ হাজার টাকা তুলে দেন। পরে তিনি বলেন, এমন একটা সংকটের সময় প্রতি নাগরিকের উচিত ও তার কর্ত্যবের মধ্যে পড়ে, তার ক্ষমতা মতো এগিয়ে এসে সাহায্য করা। আমরা সবাই করোনা ভাইরাসের মোকাবিলায় লড়াই করবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে পুরো রাজ্যের মানুষ দের বাঁচানোর জন্য লাগাতার চেষ্টা করছেন। তার থেকে অনুপ্রেরণা নিয়ে সবার দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে, সেই লড়াইকে আরো মজবুত করা। যাদের আমরা সবাই মিলে করোনাকে হারাতে পারি। চৈতালীদেবী সব মানুষের কাছে আবেদন করেছেন যে, সবাই যেন রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশ পালন করে চলেন।