দরিদ্র মানুষজনের সেবায় রাণীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস

বেঙ্গল মিরর, দলজিত সিংহ, রানিগঞ্জ:

 করোনা ভাইরাসে আক্রান্ত যখন গোটা বিশ্ব,দেশ তথা পশ্চিমবঙ্গ তখন রানীগঞ্জ বিধানসভার অন্তর্গত ৩৪ নং ওয়ার্ডে আজ সিহাড়শোল,জিরাডাঙ্গা,মাঝি পাড়া,বাউরি পাড়া প্রভৃতি সংলগ্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর আদর্শে দীক্ষিত ও‌ আমাদের যুব সমাজের নয়নের মণি অভিষেক ব্যানার্জীর দেখানো পথে অনুপ্রাণিত হয়ে প্রায় আড়াই হাজারের বেশি অসহায়,দরিদ্র মানুষজনের সেবায় রাণীগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস।
সহযোগিতায় – পশ্চিম বর্ধমান জেলা কো-অর্ডিনেটর ভি শিবদাসন দাসুদা।

riju advt