ASANSOL-BURNPUR

আসানসোল জেলা হাসপাতালকে স্যানিটাইজার দিলো ফেয়ার প্রাইস মেডিসিন সপ

 বেঙ্গল মিরর, আসানসোল, ২১ এপ্রিলঃ আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশান ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহজনক রোগীদের চিকিৎসা করছেন চিকিৎসকরা। তাদের সঙ্গে রয়েছেন নার্স ও স্বাস্থ্যকর্মীরা। দিনরাত পর্যবেক্ষণে রয়েছেন হাসপাতাল সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস সহ সহকারী সুপাররা। 

এবার সেই জেলা হাসপাতালের পাশে দাঁড়ালো রাজ্য সরকারের অনুমোদিত জেলা হাসপাতালের ফেয়ার প্রাইস মেডিসিন সপ। 
মঙ্গলবার দুপুরে ফেয়ার প্রাইস মেডিসিন সপের তরফে সুুমন ওরফে প্রবাল দাঁ সুপারের হাতে ৫ লিটারের ৫টি জ্যারিকেনে মোট ২৫ লিটার ও ১০০ মিলির ১০৮ টি স্যানিটাইজারের বোতল তুলে দেন। সুপার বলেন, আমরা চিকিৎসক সহ সবাইকে যথাযথ সুরক্ষা দিয়ে কাজ করাচ্ছি।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের সব নির্দেশ পালন করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *