ASANSOL-BURNPUR

ব্যারাকপুর থানায় মাক্স বিতরণ করলেন দেব টিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি

বেঙ্গল মিরর,  কোলকাতা  : করোনা চলাকালীন প্রতিদিনের মতো আজকেও সাহায্য নিয়ে রাস্তায় বেরিয়ে ছিলেন দেব টিভির কর্ণধার ও আরজেএসপি সর্ব ভারতীয় সভাপতি দেবকুমার চ্যাটার্জি। এদিনের কর্মসূচী ছিল সম্পূর্ণ অন্যরকমের।তিনি ব্যারাকপুর থানায় গিয়ে পুলিশকর্মীদের হাতে মাক্স তুলে দেন, যাতে প্রত্যহ পুলিশ কর্মীরা মাক্স পরে কাজ করেন। এছাড়াও তিনি বেশকিছু জায়গায় ত্রান বিলি করেন।

Leave a Reply