ASANSOL-BURNPUR

রমজান মাসে জলের অনবরত যোগান সম্পর্কিত বিশেষ বৈঠক মেয়র পারিষদ( জল) পূর্ণশশী রায়ের নেতৃত্বে আসানসোলে করপোরেশনে

বেঙ্গল মিরর,আসানসোল, ২৬ শে এপ্রিল, ২০২০,সৌরদীপ্ত সেনগুপ্ত: শণিবার থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। আর ঠিক এই সময়ে পাণীয় জল সমস্যা নিয়ে একটি জরুরী বৈঠক হয় আসানসোল পৌরনিগমের হলঘরে।

পৌরনিগমের পানীয়জল দপ্তরের মেয়রপারিষদ পূর্ণশশী রায় বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের নিয়ে এই বৈঠক করেন। গ্রীষ্মকালে রমজান মাসে জনগণের পাণীয় জলের কোন সমস্যা যাতে না হয় সেসব বিষয় নিয়ে সতর্ক থাকার জন্য জরুরী বৈঠক করা হয়েছে বলে জানান মেয়র পারিষদ পূর্ণশশী রায়। তিনি আরো জানান একই সাথে করোনা ভাইরাস সংক্রমণ আটকাতে লকডাউন ঘোষণার কারণে সবাই এখন গৃহবন্দী তাদেরও যাতে পাণীয় জলের সমস্যার মধ্যে পড়তে না হয় সেদিকেও নজর রাখা হচ্ছে। আসানসোল পৌরনিগমের সমস্ত ওয়ার্ডে পাণীয় জলের সমস্যা সেরকম নেই তা সত্ত্বেও বিশেষ নজর রাখার জন্য পৌরনিগমের সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে সব দিক পর্যালোচনা করা হয় । আসানসোল পুরসভার মেয়ের  জিতেন্দ্র তিওয়ারি রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত এলাকার বাসিন্দাদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *