দত্তবাগান শিশুমহল ক্লাবের পাশে আরজেএসপির সর্বভারতীয় সভাপতি ও দেবটিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি


তাদের এই অয়োজন চলবে আগামী ৩রা মে পর্যন্ত। আজকের এই কাকভেজা বৃষ্টিতে শিশুমহল ক্লাবের সাথে থেকে মানুষের হাতে খাওয়ার তুলে দেন আরজেএসপির সর্বভারতীয় সভাপতি ও দেবটিভির কর্ণধার দেবকুমার চ্যাটার্জি। সাথেই ক্লাব কতৃপক্ষের হতেও ৫০০০ টাকা তুলে দেন দেবকুমার বাবু। পরবর্তিকালেও পাশে থাকার আশ্বাস দেন তিনি। এরপর সেখান থেকেই তিনি চলে যান বিখ্যাত মোহনবাগান সমর্থক ও খেলাপ্রেমী বাপি মাঝির বাড়ি এবং তার দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেন ।
Sir salute you