আসানসোলে এক রক্তদান শিবিরে রক্ত দান করলেন মহিলারা
বেঙ্গল মিরর,আসানসোলঃ করোনা ভাইরাসের কারণে লক ডাউন চলায় এই মুহুর্তে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট চলছে। এই অবস্থায় ব্লাড ব্যাঙ্ক কতৃপক্ষের পাশে দাঁড়াতে লাগাতার রক্ত দান শিবিরের আয়োজন করেছে সিটি কেবল ও পিকার্স। বার্ণপুর রোডে হোটেল আসানসোল ইনে চলা এই শিবিরে শনিবার শুধুমাত্র মহিলারাই রক্ত দান করেন। সেখানে উপস্থিত ছিলেন সমাজ সেবিকা চৈতালি তেওয়ারি।
সিটি কেবলের তরফে জয়দীপ মুখোপাধ্যায় চৈতালিদেবীকে সম্মানিত করেন৷ তিনি বলেন, এমন একটা সময়ে এইভাবে রক্ত দান শিবিরের আয়োজন করা একটা বড় কাজ। উদ্যোক্তারা একটা প্রশংসনীয় কাজ করেছেন।
সিটি কেবল ও পিকার্স দেখে অন্য সংগঠনগুলির প্রেরণা নেওয়া উচিত। এদিন যেভাবে মহিলারা এগিয়ে এসে রক্ত দান করেছেন, তাতে তাদের যতই প্রশংসা করা যায়৷ ততই কম।