করোনা ভাইরাসের কারণে লক ডাউন / অনুষ্ঠানে কাটছাঁট / আসানসোলে বিদ্রোহী কবির মূর্তিতে মাল্যদান মেয়রের
জয়ন্ত সাহা, বেঙ্গল মিরর, আসানসোল: বিদ্রোহি কবি নজরুলের ১২১ তম জন্মজয়ন্তী শ্রদ্ধার সাথে পালিত হোলো আসানসোলে ৷ এদিন আসানসোল পুরনিগমের পক্ষ থেকে আশ্রম মোড়ে নজরুলের মূর্তিতে মাল্যদান করেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি, চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জি, এমআইসি অভিজিৎ ঘটক, লক্ষণ ঠাকুর শ্রাবণী মণ্ডল সহ আরো অনেকে ৷ তবে লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠান পরিচালনা করা হয় ৷
অন্যদিকে নজরুলের জন্মস্থান চুরুলিয়াতেও আড়ম্বর হীন কবির জন্ম জয়ন্তী পালতি হয় ক্ষুদ্র অনুষ্ঠানের মাধ্যমে ৷যেখানে কবির সমাধিতে মাল্যদান করেন নজরুল একাদেমির পক্ষ থেকে রেজাউল করিম , পি কে দে সরকার সহ আরো অনেকে ৷