ASANSOL-BURNPUR

পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সঙ্গে আসানসোলের রেল কলোনিতে বৃক্ষরোপণ করলো ক্রেডাই

বেঙ্গল মিরর , আসানসোল , ৫ জুনঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সঙ্গে যৌথ ভাবে কনফেডারেশন অফ রিয়েল এস্টেট ডেভেলপার্স এ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা ক্রেডাই আসানসোল বৃক্ষরোপনের আয়োজন করে। এদিন আসানসোলের ডুরান্ড রেল কলোনির বিবেকানন্দ ইন্সটিটিউট চত্বরে ” কল্পবৃক্ষ ” কর্মসূচিতে ২০০ গাছ লাগানো হয়।

এই বৃক্ষ রোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের ডিআরএম সুমিত সরকার এডিআরএম মুকেশ কুমার মীনা সহ রেল আধিকারিকরা। ক্রেডাই আসানসোলের সভাপতি সুব্রত ওরফে বুলু চট্টোপাধ্যায় বলেন, পরিবেশ বাঁচাতে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ক্রেডাই সারা দেশে বৃক্ষ রোপণ কর্মসূচি নিয়েছে। সারা দেশে মোট আড়াই  কোটি গাছ লাগাবে ক্রেডাই। আসানসোলে এদিন ২০০ গাছ লাগানো হলো।

মোট ২০০০ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এইসব গাছের রক্ষণাবেক্ষণ করবে ক্রেডাই। এদিন ক্রেডাইয়ের তরফে ছিলেন বিনোদ গুপ্তা, বিনয় শর্মা, নবনীতা বন্দোপাধ্যায়, শঙ্কর চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

2 thoughts on “পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সঙ্গে আসানসোলের রেল কলোনিতে বৃক্ষরোপণ করলো ক্রেডাই

  • Issue is noble & service to the society but gentleman in black shirt sowing sapling & other onlookers around him neither used face mask nor maintained social distance.

    Reply
  • Anonymous

    He is divisonal railway manager of asansol

    Reply

Leave a Reply