ASANSOL

রাইজিং আসানসোলের উদ্যোগে পুরনিগমের ব্লাড ডোনেশন সেন্টারে রক্তদান শিবির

বেঙ্গল মিরর,আসানসোলঃ এনজিও রাইজিং  আসানসোলের উদ্যোগে বুধবার আসানসোল পুরনিগমের ব্লাড ডোনেশন সেন্টারে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি সেই শিবিরের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মেয়র বলেন, রাইজিং আসানসোল লক ডাউনে প্রচুর হকারদের সাহায্য। এদিন তারা রক্তদান শিবিরের আয়োজন করে একটা প্রশংসনীয় কাজ তারা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আবেদন করে বলেছেন রক্তের জন্য একজনেরও মৃত্যু না হয়। যে কারণে যুবরা যেভাবে এগিয়ে এসেছে, তা যথেষ্টই প্রশংসনীয়।

pics- RAHUL TIWARI, ASANSOL

আপনাদের সব ভালো কাজে আমরা সবসময় সঙ্গে আছি। ভালো কাজে আপনাদের উৎসাহ যাতে, আরো বাড়ে, সেই কারনে আমরা এসেছি। আপনারা যে তুলসীগাছের চারা দিয়েছেন, সবার উঠোনে যদি এই গাছ লাগানো হয়, তাহলে তুলসীর আয়ুর্বেদিক লাভ সবাই পাবেন। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, প্রাক্তন মেয়র পারিষদ রবিউল ইসলাম, সমাজসেবী কৃষ্ণা প্রসাদ ও অনুপ চট্টরাজ।

Leave a Reply