শতাধিক মন্দির, গুরুদুয়ারা, চার্চ এবং কোর্টের স্যানিটাইজেশন সম্পন্ন হল: কৃষ্ণ প্রসাদ
আসানসোল বেঙ্গল মিরর : করোনাভাইরাস প্রতিহত করার জন্য শিল্পাঞ্চলের বিশিষ্ট সমাজসেবী কৃষ্ণ প্রসাদের নেতৃত্বের স্যানিটাইজেশন প্রক্রিয়া চালানো হচ্ছে। স্যানিটাইজেশন অভিযানের আওতায় আপাতত শতাধিক মন্দিরের স্যানিটাইজেশন করা হয়েছে। এছাড়াও গুরুদুয়ারা, কোর্ট চত্বর স্যানিটাইজেশন করা হয়।
সমাজসেবী কৃষ্ণ প্রসাদের এই উদ্যোগ চারিদিকে প্রশংসিত হচ্ছে। বিভিন্ন মন্দির কমিটির মানুষেরাও এই উদ্যোগের প্রশংসা করছেন। মন্দিরে পূজারীদের মাস্ক এবং স্যানিটাইজার দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে আসানসোল কর্পোরেশন এর 106 টি ওয়ার্ডে থানা, স্কুল কলেজ স্বাস্থ্য কেন্দ্র প্রভৃতি জায়গায় জায়গায় মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করার দায়িত্ব কৃষ্ণ প্রসাদ একাই নিয়েছেন।
বৃহস্পতিবার রেলপারের ধাদকা এবং আর কে ডাঙ্গাল এলাকার মন্দিরের স্যানিটাইজেশন করা হয়। এরই সঙ্গে আসানসোল কোর্ট পরিসর এবং অফিসের স্যানিটাইজেশন করা হয়।ওই কর্মকাণ্ডে সুদীপ পাণ্ডে, রাজীব কুশওয়াহা, রবি চৌধুরী, মনজিত প্রমুখ উপস্থিত ছিলেন।