ASANSOL-BURNPUR

আঙ্গারিয়া গ্রামে ও মোল্লাপাড়া পাঁয়ে হেঁটে পরিদর্শন করলেন বারাবনির বিধায়ক

বেঙ্গল মিরর, রিক্কীবাল্মীকি, সালানপুর:
সালানপুর ব্লকের এথোড়া গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আঙ্গারিয়া গ্রামে ও মোল্লাপাড়ায় পাঁয়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে এলাকার মানুষের সুবিধা-অসুবিধা, অভাব-অভিযোগের কথা নিজের কানে শুনলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায়।
এই অঞ্চলের মানুষের চাহিদা হলো পানীয় জলের ও বাড়ির, বিধায়ক বিধান উপাধ্যায় গ্রাম বাসীদের আশ্বাস দেন খুব তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান করা হবে।

এই প্রসঙ্গে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় বলেন,বারাবনি বিধানসভার প্রতিটি পঞ্চায়েতের অন্তর্গত প্রতিটি গ্রামে এক এক দিন এক এক গ্রামে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করছি,আমার বিধানসভায় মূলত অসুবিধা বাড়ির ও পানীয় জলের এই দুটি সমস্যা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।আজ আঙ্গারিয়া গ্রামে ও মোল্লাপাড়ায় আমি নিজে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বললাম,তাদের চাহিদা বাড়ি ও পানীয় জলের।আমি যত তাড়াতাড়ি সম্ভব তাদের সমস্যার
সমাধান করে দেওয়া হবে।
তাছাড়া এই পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাধব তেওয়ারী,
এথোড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মিঠু ভট্টাচার্য্য,উপ প্রধান অজয় ভট্টাচার্য্য,শুভেন্দু মণ্ডল সহ আরো অনেকে।

Leave a Reply