ASANSOL-BURNPUR

বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে পুলিশের দ্বারা সাধারণ মানুষের মধ্যে জাগ্রত অভিযান

বেঙ্গল মিরর, রিক্কী বাল্মীকি, সালানপুর:-
বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তত্বাবধানে সালানপুর থানার ব্যাবস্থাপনায় কল্যানেশ্বরী ফাঁড়ির উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে দেন্দুয়া মোড়ে অনুষ্ঠিত করা হয়
সাধারণ মানুষদের স্বার্থে জাগ্রত অভিযান।
এই অনুষ্ঠানে সাধারণ মানুষকে বোঝানো হয় নেশা মানুষের জন্য কত ক্ষতিকারক।

তাছাড়া বিশ্ব মাদক বিরোধী দিবসের দিনে কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস পুলিশ বাগানে বৃক্ষরোপন করেন, এবং সাধারণ মানুষের মধ্যে একটি বার্তা দেন যে নেশা মাধ্যমে নিজের জীবন নষ্ট না করে সাধারণ মানুষের সুস্থ জীবনের স্বার্থে বৃক্ষ রোপন করা উচিত।
এই অনুষ্ঠানে মাধ্যমে সাধারণ মানুষকে জাগ্রত করতে
এ.সি.পি(ওয়েস্ট)শান্তব্রত চন্দ্র বলেন এই দিনটি আমার প্রতি বছর বিভিন্ন রেলির মাধ্যমে সাধারণ মানুষদের জাগ্রত করে থাকি,কিন্তু করোনা ভাইরাসের জেরে সামাজিক দুরত্ব বজায় রেখে সাধারণ মানুষের মধ্যে জাগ্রত অভিযান চালানো হয়
সমস্ত মানুষের উচিত নেশা না করা,এই নেশার জন্য পরিবারে মধ্যে অশান্তির সৃষ্টি হয়,তাছাড়া মানুষের জীবনের মৃত্যুর কারণ হচ্ছে বিভিন্ন প্রকারের নেশা,তাই নিজের জীবন বাঁচাতে ও পরিবারের শান্তির জন্য সমস্ত মানুষের উচিত নেশাজাতক
দ্রব্যের বর্জন করা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ. সি.পি(ওয়েস্ট)শান্তব্রত চন্দ্র, জেলা পরিষদ কর্মদক্ষ মহম্মদ আরমান,সালানপুর থানার ইনচার্জ পবিত্রকুমার গাঙ্গুলি, কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাস,রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ সিকান্দার আলাম,সমাজসেবী ভোলা সিং, দেন্দুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন দত্ত,সমাজসেবী বিশ্বজিৎ চৌধুরী,সমাজসেবী আশুতোষ তেওয়ারী সহ আরো অনেকে।

Leave a Reply