ASANSOL-BURNPUR

রাষ্ট্রীয় জনাধিকার সুরক্ষা পার্টির রাজ্য স্বাস্থ্য সভাপতি হলেন ডাক্তার দেবাঞ্জন চক্রবর্তী

 বেঙ্গল মিরর,কোলকাতা: রাষ্ট্রীয় জনাধিকার সুরক্ষা পার্টির রাজ্য স্বাস্থ্য সভাপতি হলেন  ডাক্তার দেবাঞ্জন চক্রবর্তী ।   রাষ্টীয় জনধিকার সুরক্ষা পার্টি(আর.জে.এস.পি)তে যোগদান করলেন,বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক ডা. দেবাঞ্জন চক্রবর্তী। তাকে আর.জে.এস.পি-র পরিবারে যোগদান করান, আরজেএসপি-র সর্বভারতীয় সভাপতি দেবকুমার চট্টোপাধ্যায়। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন, রাষ্টীয় জনধিকার সুরক্ষা পার্টির সর্বভারতীয় সম্পাদিকা  রঞ্জিতা সিং। এই অনুষ্ঠানে সর্বভারতীয় সভাপতি আরজেএসপির দেবকুমার চট্টোপাধ্যায় বলেন,বর্তমান সময়ে রাজ্যে চূড়ান্ত অব্যবস্থা বিভিন্ন মানুষ যে সমস্যায় রয়েছেন,তাদের পাশে দাঁড়াতে এবং দলকে  আরও শক্তিশালী করতে ডাক্তার  দেবাঞ্জন চক্রবর্তী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।

এছাড়াও এদিনই  ডাক্তার  দেবাঞ্জন চক্রবর্তীকে রাজ্যের আরজেএসপি-র স্বাস্থ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয় । এদিন রাষ্টীয় জনধিকার সুরক্ষা পার্টির সর্বভারতীয় সম্পাদিকা  রঞ্জিতা সিং জানান, তিনি এবং আরজেএসপির প্রতিটা সদস্য, করোনা পরিস্থিতি ও আমপানে অনেক দুঃস্থ মানুষজনের খাবারের পাশাপাশি তাদের পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও তারা দাঁড়াবেন এবং তিনিও বলেন, যে ডাক্তার  দেবাঞ্জন চক্রবর্তী আমাদের সাথে যুক্ত হওয়ায় পার্টি আরও শক্তিশালী হলো। ডাক্তার  দেবাঞ্জন চক্রবর্তী বলেন, যে তিনি আরজেএসপি-র আদর্শ এবং দেবকুমার বাবুর পথ অনুসরণ করে পার্টিকে আরও শক্তিশালী করতে চেষ্টা করবেন। এদিন আরজেএসপির সর্বভারতীয় সভাপতি দেবকুমার চট্টোপাধ্যায় আরও বলেন, রাজ্যে সিএসসি বিদ্যুৎ বিল অস্বাভাবিক ভাবে বেড়েছে। এর ফলে মানুষ ব্যাতিব্যস্ত ফলে সমগ্র রাজ্যের মানুষ যাতে এর বিরুদ্ধে   আন্দোলন সংগঠিত করেন। সুস্থ ভাবে তাদের সোস্যাল ডিস্টেন্স মেন্টেন করে সিএসসির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দরবারের আবেদন করেনএবং দরকার পড়লে আরজেএসপি তাদের এই আন্দোলনকে সংগঠিত ও শক্তিশালী করতে সাহায্য করবে। এছাড়াও তিনি বলেন, আগামী মাসে আরও বেশ কিছু মানুষ এবং আদিবাসিরা আরজেএসির পতাকা তোলার জন্য দাঁড়িয়ে আছেন। সাংবাদিকেরা প্রশ্ন করলে এদিন রাষ্টীয় জনধিকার সুরক্ষা পার্টির সর্বভারতীয় সম্পাদিকা   রঞ্জিতা সিং- বলেন, একুশের বিধানসভা ভোটে ২৯৪ টা কেন্দ্রেই আরপিআই ও আরজেএসপি-র জোটে তারা প্রার্থী দেবেন। ফলে দল আরও শক্তিশালী হবে।

Leave a Reply