আসানসোলে করোনা যোদ্ধার প্রথম মৃত্যু, জেলা হাসপাতালে সর্বত্র শোকের বাতাবরণ
আসানসোল,৭ ই জুলাই,২০২০, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
পশ্চিম বর্ধমানের আসানসোলে করোনা যোদ্ধাদের মধ্যে করোনা সংক্রমিত হয় প্রথম মৃত্যুর খবর পাওয়া গেল।
আসানসোল জেলা হাসপাতালের প্যাথলজি বিভাগের প্যাথলজি টেকনিশিয়ান চিকিৎসাধীন থাকাকালীন করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে মৃত্যুবরণ করলেন। আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্র জেলা হাসপাতালে শোকের বাতাবরণ এবং শোকস্তব্ধ সমস্ত স্বাস্থ্যকর্মী, ডাক্তার ,নার্স। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওই টেকনিশিয়ান বহু রোগীর করো না পরীক্ষা করেন কিন্তু দুঃখজনকভাবে তিনি নিজেই করোনা সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করলেন।
বলা হচ্ছে তিনি নিজের ছেলের জন্মদিনের উপলক্ষে হাসপাতাল থেকে ছুটির আবেদন করেছিলেন। তিনি যাতে সুস্থভাবে করোনা সংক্রমিত না হয়ে বাড়ি পৌঁছাতে পারেন তার জন্য ট্রু নট মেশিনের মাধ্যমে তার মেডিকেল পরীক্ষা করা হয় এবং সেই পরীক্ষাতে তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর পুনরায় ওই টেকনিশিয়ানের রক্তের নমুনা কোভিড-১৯ পরীক্ষার জন্য পাঠানো হয় যেখানে করোনা সংক্রমণ ধরা পড়ার পরে তাকে দুর্গাপুরের কোভিড হাসপাতালে চিকিৎসার জন্য জন্য নিয়ে যাওয়া হয়।কিন্তু কোভিদ হাসপাতালে তার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাকে ফের কলকাতায় স্থানান্তরিত করা হয় যেখানে আজ সকালে তার মৃত্যু হয়।