Bengali NewsPANDESWAR-ANDAL

সবিএসটিসির চেয়ারম্যান কর্ণেল দীপ্তাংশু চৌধুরীকে সম্মান

বেঙ্গল মিরর,পান্ডবেশ্বরঃ পান্ডবেশ্বর বিধানসভা এলাকার লাউদোহা ব্লকের উদ্যোগে এসবিএসটিসির চেয়ারম্যান হওয়ায় কর্ণেল দীপ্তাংশু চৌধুরীকে সম্মান জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে পান্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল কংগ্রেসের সভাপতি জিতেন্দ্র তেওয়ারির নেতৃত্বে ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় ও কর্মীরা কর্ণেল দীপ্তাংশু চৌধুরীকে সম্মানিত করেন। বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, কর্ণেল দীপ্তাংশু চৌধুরী নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। তারজন্য দিদি তার উপরে ভরসা করেছেন তিনি এখন আমাদের এতো কাছের হয়ে গেছেন। তাকে জেলা পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিলো, তিনি তা খুব ভালো ভাবে পালন করছেন। তিনি দূর্গাপুরে থাকায় আমাদের খুব ভালো হবে। তিনি আমাদের জন্য আরো বেশি করে সময় দিতে পারবেন। আমরা তার অনুভবকে কাজে লাগিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে পারবো। কর্ণেল দীপ্তাংশু চৌধুরী বলেন, আমি আপনাদের লোক। তাই সম্মানের কথা নয়।। আপনাদের ভালোবাসা পেয়ে আমি অভিভূত। আপনাদের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি গত ৩/৪ মাস ধরে এই সংকটের সময় সাধারণ মানুষের সেবা করেছেন। এই রকম ভাবে দিদির থেকে প্রেরণা নিয়ে বুথ স্তর পর্যন্ত কাজ করার প্রয়োজন আছে। যাতে আমরা ২০২১ সালে দিদিকে মুখ্যমন্ত্রী করতে পারি। তিনি আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গরীব মানুষদের জন্য ৫০টিরও বেশি প্রকল্প করেছেন। যার লাভ তারা পাচ্ছেন। তার সব কাজের প্রচার বাড়িতে গলায় করতে হবে। তিনি বলেন, আমি আমার ক্ষমতা মতো এই এলাকার মানুষ দের জন্য কাজ করার পুরো চেষ্টা করবো।

Leave a Reply