আসানসোল রেল ডিভিশন আমফান ক্ষতিগ্রস্তদের পাশে; ত্রাণসামগ্রী ও ওষুধপত্র নিয়ে গেল স্কাউটস অ্যান্ড গাইডস এর টিম
আসানসোল, বেঙ্গল মিরর, সৌরদীপ্ত সেনগুপ্ত:
শুক্রবার সুন্দরবনের দেওলবাড়ীতে আমফানে ক্ষতিগ্রস্ত ১৭০ জন পরিবারকে ত্রাণসামগ্রী দেবার আসানসোল রেলওয়ে ডিভিশনের স্কাউট এন্ড গাইড জন্য রওনা দিলো। উপস্থিত ছিলেন আসানসোল রেলওয়ে ডিভিশনের ডিআরএম সুমিত সরকার এবং এডিআরএম সুকেশ কুমার মীনা। তারা ফ্ল্যাগ দেখিয়ে যাত্রা শুরু করালেন।স্কাউট এন্ড গাইডের তিন সদস্য ত্রান নিয়ে যাচ্ছে বলে জানান ডিআরএম সুমিত সরকার। তিনি আরও জানান যে আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এর আগে ত্রাণ পাঠানো হয়েছিল,এবার সুন্দরবনের দেওয়ালবাড়ীতে প্রায় সাড়ে এগার লক্ষ টাকার ওষুধ, খাবার, থাকার সামগ্রী পাঠানো হয়েছে। পরিবার পিছু সাড়ে ছয় হাজার টাকার ৫৩ রকমের জিনিষ পাঠানো হয়েছে। এছাড়া একজন ক্যান্সার রুগীর জন্য হুইল চেয়ারও পাঠানো হয়েছে।



