পশ্চিম বর্ধমানে পাওয়া গেল ৬ জন করোনা পজিটিভ; মোট সংখ্যা ২০৬, আইসোলেশনে ১১

আসানসোল, বেঙ্গল মিরর,১২ ই জুলাই, সৌরদীপ্ত সেনগুপ্ত: পশ্চিম বর্ধমানের গত ২৪ ঘণ্টায় ৬ জন কোরোনা সংক্রমিত হয়েছেন। এদিকে জেলায় মোট সংক্রমিত রোগীর সংখ্যা ২০৬ হয়ে গেছে।

আবার গত শনিবার থেকে আসানসোল জেলা হাসপাতালে শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে মোট ১১ জন করোনা উপসর্গ থাকা সন্দেহভাজনকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

riju advt

শনিবার আসানসোল উত্তর থানার অন্তর্গত রেলপারের সুকান্তনগর এলাকা থেকে এক সন্দেহভাজন করোনা আক্রান্ত ছাড়াও বুধা, গির্জা মোড়, বার্নপুরের এর নরসিংহবাঁধ , অন্ডালের রহমতনগর, বারাবনির দোমোহনী, জামুড়িয়ার নিউ জামশোল ছাড়াও মুর্শিদাবাদের জঙ্গিপুর এর এক ব্যক্তি রয়েছেন।
এদিকে রবিবার আসানসোলের মহিশিলা, বার্নপুরের এর কালাঝরিয়া, জামুরিয়ার বাহাদুরপুর এলাকার করোনা সন্দেহভাজন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে জেলা হাসপাতালে।

One thought on “পশ্চিম বর্ধমানে পাওয়া গেল ৬ জন করোনা পজিটিভ; মোট সংখ্যা ২০৬, আইসোলেশনে ১১

  • July 13, 2020 at 7:28 PM
    Permalink

    যিনি খবর টা লিখেছেন তিনি তিনি কবে নিউ জামশলে কবে এসেছিলেন ? সেই তারিখ টা জানান। আর নাহলে উল্টো পাল্টা খবর প্রকাশ করবেন না।

Comments are closed.