সেনরেলে ডি ব্লকে পুজো কমিটির উদ্যোগে সচেতনতা শিবিরের

বেঙ্গল মিরর, সুজিত, আসানসোল: আসানসোল সেনরেলে ডি ব্লকে পুজো কমিটির উদ্যোগে আজ করোনা মহামারি সংক্রমণ রুখতে সেনরেলে এলাকায় পথ চলতি সাধারণ মানুষদের সচেতনতা বার্তা শিবিরের আয়োজন করা হয় ।এই শিবিরে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি উজ্জল সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন কন্যাপুর আইসির ভারপ্রাপ্ত আধিকারিক করতার সিংহ অন্যান্য ।সাধারণ মানুষকে পূজা কমিটির সদস্যদের সাথে প্রশাসনের পক্ষ থেকেও সচেতনতা বার্তা দেওয়া হয় এর সাথে মানুষদের মধ্যে পাঁচ শতাধিক মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, ফেস শিল্ড বিতরণ করা হয় এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান কন্যাপুর আইসি আধিকারিক কর তার সিংহ এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগে পাশে থাকার বার্তাও দেন তিনি।

riju advt